রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । তিনি দরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজি চাল, ভিজিএফ, ভিজিডি, টিসিবি, বিনা মূল্যের ঘর, বিধবা ভাতা, বষস্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতার ব্যবস্থথা করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য কতিপয় ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতা ঘর প্রতি ২০-৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ তার কাছে রয়েছে। যারা বাসমতি চাল খায় তাদের গরুর খাওয়ানোর জন্য ১০ টাকা কেজি চালের কার্ডের ব্যবস্থা করেছে। টাকার বিনিময়ে পাওয়া ঘরের ক্ষেত্রে ঐ গরীব মানুষটি প্রধানমন্ত্রীর উপহারের ঘরের কথা স্বীকার করতে একটু কষ্টই পাবে।
রোববার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভায় তিনি এসব কথা বলেন। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যারা আওয়ামী ত্যাগী নেতা কর্মী সমর্থকদের পাশ কাটিয়ে বিএনপি-জামাতের সাথে নিয়ে চলছেন এবং খাওয়াচ্ছেন তারা ভুল করছেন। আপনারা দায়িত্ববান হন। দায়িত্ববান হয়ে আওয়ামীলীগের পরীক্ষিত সৈনিকদের সাথে নিয়ে ইউনিয়নের ওয়ার্ড কমিটিগুলো গঠন করুন। এ কমিটি গুলোতে কোন ক্রমেই উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধীদের কমিটিতে না রাখার নির্দেশনা দেন। উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধনের ক্ষেত্রে তিনি বলেন তাকে আমরা কয়েক মাস দলীয় কর্মকান্ডের বাইরে রেখেছিলাম কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় তাকে বহাল করা হয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর এ এলাকায় দায়িত্ব পালন করে আসছি। প্রধানমন্ত্রী তাকে জেলা কমিটির সভাপতি বানিয়েছেন। তার সাথে বিরোধিতা করে কেউ পার পাবে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে আমরা ভালো থাকবো।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদ এহসানুল হাকিম সাধনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, ইসলামপুর ইউনিয়নের সভাপতি বছির আহম্মেদ মিনু, বহরপুর ইউনিয়নের সভাপতি হাজী মকবুল হোসেন, নবাবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো আজিজ ইকবাল, নারুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম, বালিয়াকান্দি ইউনিয়নের সভাপতি মোঃ সামসুল আলম মন্ঠু মাস্টার, জঙ্গল ইউনিয়নের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু, জামালপুর ইউনিয়নের সভাপতি শামীম মিয়া মোড়ল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির ,যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু প্রমুখ।