রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নে অবস্থিত চরাঞ্চলের জনগণের চলাচল ও কৃষি পন্য বহনের সুবিধার্থে ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। ব্রিজ নির্মাণের স্থান তিনটি হচ্ছে উপজেলার উজানচর ইউনিয়নে দুইটি এবং উজানচর ও দৌলতদিয়া আংশিক এলাকা নিয়ে আর একটি ব্রিজের স্থান নির্ধারণ সম্পূর্ণ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ বৃদ্ধিতে ব্রিজ তিনটির কাজ শুরু হবে। ব্রিজ তিনটি হলো যথাক্রমে উজানচর ৯ নং ওয়ার্ডের হাবিল মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ফৈজদ্দিন মাতব্বর পাড়া অভিমুখী খালের উপর ৫০ মিটার ব্রিজ, চর দৌলতদিয়া হতে আজিজ মৃধা পাড়া শাখাওয়াতের বাড়ির পাশে খালের উপর ৫০ মিটার ব্রিজ এবং উজানচর চর কর্ণেশনা হতে দৌলতদিয়া মরা পদ্মার উপর ৫০ মিটার ব্রিজ তৈরির স্থান নির্ধারণ করা হয়।
এসময় তিনটি ব্রিজের স্থান নির্ধারণ এবং স্থানীয় জন প্রতিনিধি, এলাকার লোকজনের সাথে বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে কথা বলতে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জামাল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারণ জনগণ।
গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, গোয়ালন্দ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়তে সর্বপ্রথমে সে এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখতে হবে। চরাঞ্চলের মানুষের কৃষি পন্য পরিবহন সুবিধা এবং স্বল্প সময়ে শহরের সাথে যোগাযোগ বৃদ্ধিতে ব্রিজটি তিনটি করার উদ্যোগ গ্রহণ করেছি। স্থান নির্ধারণ ও ব্রিজের দৈর্ঘ্যের পরিমাপ নেয়া হয়েছে। একটি প্রকল্পের মাধ্যমে ব্রিজ তিনটির কাজ শুরু করা হবে। এতেকরে এক অঞ্চলের মানুষের সাথে আরেক অঞ্চলের যোগাযোগের ব্যাপক উন্নতি হবে বলে আশা করছি।