দৌলতদিয়া শিশু ও নারীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় মুক্তি মহিলা সমিতির আয়োজনে সংস্থার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এমএমএস সংস্থার কর্মী নুরুজ্জামান মিয়া ও আঁখি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা রাব্বানী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রুহুল আমীন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান চম্পা বেগম, সেভ দ্য চিলড্রেন ম্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম, মুসলিম চ্যারিটি ইউকে সংস্থার কর্মকর্তা মাসুদ রানা, ডিডিএইচ কর্মকর্তা আব্দুর রশিদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমুখসহ জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, গন্যমান্য ব্যক্তিগণ, এমএমএস কার্যনির্বাহী ও সাধারণ সদস্য এবং এমএমএস এর সকল স্টাফ উপস্থিত ছিলেন।
সভায় এমএমএস সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি হাওয়া বেগম শেফালী,র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মুক্তি মহিলা সমিতি’র নির্বাহী পরিচালক ও সংস্থার কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মর্জিনা বেগম।
এসময় মুক্তি মহিলা সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু সংস্থার বাৎসরিক বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন। সভা শেষে মুক্তি মহিলা সমিতি’র পক্ষ হতে গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফরোজা রাব্বানীকে সংবর্ধনা প্রদান করা হয়।