রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের প্রবীণ ব্যবসায়ী জলিল শেখের দোকানে হামলা করে মারপিট ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। জলিল শেখ কালুখালীর আড়পাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি রতনদিয়া বাজারে ব্যবসা করে আসছেন। এঘটনায় পুলিশ রিপন নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে কালুখালীর রুপসা গ্রামের মন্টু প্রামানিকের পুত্র।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে কালুখালীর রিপন চাঁদা না পেয়ে জলিলের দোকানে হামলা চালায়। এসময় রিপনের কয়েকজন সহযোগী তার সাথে ছিলো। দুর্বৃত্তরা চাপাতি দিয়ে ব্যবসায়ী জলিলকে কোপ দিলে সে হাত দিয়ে ঠেকায়। এতে জলিল শেখের হাতের কনুই কেটে যায়। এসময় অন্য ব্যবসায়ী এগিয়ে এসে রিপনকে জাপটে ধরে। খবর পেয়ে কালুখালী থানা ওসি নাজমুল হাচান ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত চাপাতিসহ রিপনকে গ্রেফতার করে। এসময় অন্যরা পালিয়ে যায়।
কালুখালী থানার ওসি নাজমুল হাচান জানান, এব্যাপারে মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।