‘শাণিত মেধার উপযুক্ত পরিচর্যা’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু হয়েছে। ক্যারিয়ার ক্লাব অফ রাজবাড়ীর উদ্যোগে শুক্রবার সকালে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন এভারেস্ট বিজয়ী এমএ মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রাজবাড়ীর সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এমএ হাকিম, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসরাইল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী।
দুদিন ব্যাপী ক্যারিয়ার ফেস্টে নিজেকে উপস্থাপন প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক, উপস্থিত বক্তৃতা, তরুণ প্রজন্মের ক্যারিয়ার ভাবনা শীর্ষক সেমিনার, সাইবার বুলিং প্রতিরোধ বিষয়ক সেমিনার, পাবলিক বিশ^বিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।