রাজবাড়ীতে একটি স্টোর ডেলিভারী ভ্যান (মালবাহী গাড়ি) এর চাকা লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ী-কুষ্টিয়া ও রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজবাড়ী রেল স্টেশনের অদূরে ২ নং রেলগেটের কাছে এ ঘটনা ঘটে। তিন ঘণ্টা পর ট্রেনটি উদ্ধারের পর পুনরায় এ রুটে চালু হয় ট্রেন চলাচল।
সকাল পৌনে ১০টার দিকে দেখা গেছে, ট্রেনটি ১ নং লাইন থেকে ২ নং লাইনে যাওয়ার সময় ট্রেনের ৪টি চাকা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে যায়। যেকারণে ২ নং রেলগেট দিয়ে যান চলাচলও বন্ধ হয়ে যায়। রেল শ্রমিকরা লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে গোয়ালন্দ ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদহগামী সাটল ট্রেনটি যথাসময়ে রাজবাড়ী পৌছাতে পারেনি। সকাল আটটায় ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। ট্রেনটি ওই সময় পাঁচুরিয়া স্টেশনে দাঁড়িয়ে ছিল।
তিন ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত হওয়া চাকা চারটি উদ্ধার করার পর ১১টার দিকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর ফলে পোড়াদহগামী সাটল ট্রেনটি প্রায় ৪ ঘণ্টা বিলম্ব হয়।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, খুলনা থেকে আসা স্টোরভ্যানটি ২ নং রেলগেট সংলগ্ন ক্যারেজে নেওয়ার সময় চাকা লাইনচ্যুত হয়ে যায়। উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।