মোবাইলের মাধ্যমে প্রেম। এর পর বিয়ে। দীর্ঘ এক মাস নিরুদ্দেশ। স্বামীর অভিযোগ, তার জমানো নগদ টাকা, স্বর্ণালংকার, ২টি মোবাইল সেট নিয়ে পালিয়ে গেছে স্ত্রী শরিফা আক্তার (২৯)। জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর ১নং ওয়ার্ডের আঃ খালেক শেখের ছেলে ফারুক শেখ দৌলতদিয়া একটি চায়ের দোকনে কর্মরত। সেই চায়ের দোকানে কর্মকালীন মোবাইলে একটি মেয়ে সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এভাবে দীর্ঘদিন প্রেম করার পর দুইজনের ইচ্ছাতে বিয়ে বন্ধনে আবন্ধ হয় তারা। মেয়েটি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার তুফায়েল মিয়ার মেয়ে শরিফা আক্তার। কিন্ত বিয়ের দুই মাস পার হওয়ার পর স্ত্রী শরিফা অন্য প্রেমিকের সাথে স্বামীর ভাড়াটিয়া বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, ও ২টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। এব্যাপরে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডাইরী করা হয়। ডাইরী নং গোয়ালন্দ ঘাট থানা ১৪৩/২০২২ ইং। তবে এক মাসের অধিক সময় পার হয়ে গেলেও স্ত্রী শরিফা আক্তার ফিরে আসেনি। নিজের বাবার বাড়িতেও যায়নি। গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, স্বামী ফারুকের বাড়ী থেকে স্ত্রী শরিফা আক্তার পালিয়েছে। এব্যাপারে ফারুক গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডাইরী করেন। উল্লেখ্য শরিফা আক্তার এর আগেও মোবাইলে প্রেমের মাধ্যমে আরও ২টি বিয়ে করেন। সেখান থেকে একই রকম পালিয়ে এসেছেন।