রাজবাড়ী জেলার রোগীদের এক মাত্র ভরসারস্থল রাজবাড়ী সদর হাসপাতাল। গত প্রায় দুই মাসেরও বেশি সময়ধরে এই হাসপাতালে ওষুধ সংকট চলছে। ভর্তি ও আউটডোর রোগীরা চিকিৎসা সেবা নেওয়ার পর পাচ্ছেন না প্রয়োজনীয় ওষুধ। অধিক দামে বাইরের দোকান থেকে ওষুধ কিনতে হচ্ছে। এতে গরিব অসহায় রোগীরা পড়েছেন দুর্ভোগে। রাজবাড়ীতে ১২ লক্ষাধিক মানুষের বসবাস। অথচ এই মানুষ গুলো নানা ধরনের রোগ নিরাময়ে একটু ভালোচিকিৎসা সেবা পেতে ছুটে আসেন রাজবাড়ী সদর হাসপাতালে। কিন্তু দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে এই হাসপাতালে বিভিন্ন রোগের ঔষধের সংকট চলমান রয়েছে। ভর্তি রোগীদের পাশাপাশি আউটডোর রোগীরা চিকিৎসা সেবা নেওয়ার পর প্রয়োজনীয় ওষুধ না পেয়ে তাদের বাধ্য হয়ে বাহিরের দোকান গুলো থেকে কিনতে হচ্ছে অধিকাংশ ওষুধ। রোগীরা লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের দেওয়া ঔষধের ব্যবস্থাপত্র অনুযায়ী পাচ্ছেনা সব ধরনের ওষুধ। কিছু কিছু ওষুধ পেলেও অধিকাংশ ওষুধ না পেয়ে বাধ্য হয়ে যেতে হচ্ছে বাইরের দোকান গুলোতে। সাধারনত জ্বর, মাথাব্যাথা, ডায়াবেটিস, এ্যান্টিবায়োটিক ও শিশু রোগী রোগীদের ওষুধ সহ জটিল রোগের ওষুধের সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। গড়ে সদর হাসপাতালে দুইহাজারেরও বেশি রোগী চিকিৎসা সো নিতে আসেন। রোগীরা বলেন, তারা সদর হাসপাতালে আসলেও আগের মত এখন আর ওষুধ দিতে পারছেনা কর্তৃপক্ষ। এতে তারা বাধ্য হয়ে বিভিন্ন স্থান থেকে ওষুধ কিনে চিকিৎসা সেবা চালাতে হচ্ছে। এ সংকট সমাধানে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ তানবিরা খান বলেন, প্রতিদিন রোগীদের প্রচন্ড চাপ থাকে। তাই রোগীদের চাহিদা অনুযায়ী বিশেষ কিছু ওষুধ সরবরাহ পাশাপাশি ঠান্ডাজনিত শিশুদের কিছু ওষুধ সংকট রয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল হান্নান বলেন, সাপ্লাই কম থাকায় রোগীদের ওষুধের পরিমাণ কম দেওয়া হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে সাপ্লাই আসলে ঠিকমত ওষুধ দিতে পারবেন বলে জানান।