জমি থেকে মাটি কাটতে বাধা দেয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইদ্রিস মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় তার ছেলে শাকিল মন্ডল বাদী হয়ে সোমবার গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার রমজান ফকিরের ছেলে মো. রিপন (২৬), মহিউদ্দিন ফকিরের ছেলে জহুরুল ফকির(২২), কাশেম ফকিরের ছেলে ফারুক ফকির, দৌলতদিয়া বাহিরচর শাহাদৎ মেম্বার পাড়ার মৃত করিম পালের ছেলে শহিদ পাল(৪০), দুলাল বেপারী পাড়ার মৃত তাহের মোল্লার ছেলে বাবুল মোল্লা(৪৫)সহ অজ্ঞাত আরো ৩/৪ জন। পুলিশ মামলার ৪ নাম্বার আসামী শহিদ পালকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা গেছে , আসামীরা দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ইদ্রিস মন্ডলের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার চেষ্টা করছিল। এতে বাধা দেওয়ায় ইদ্রিস মন্ডলকে গুরুতর জখম করে। লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতার করার চেষ্টা চালছে।