শিশুদের পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্যে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর উদ্যোগে এবং আমাল ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মধু বিতরণ করা হয়েছে।
প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৭৩৭ জন শিক্ষার্থী এবং রিমেডিয়াল সেশনের ২শ জন সেকেন্ডারী লেভেলের শিক্ষার্থীদের মধ্যে মধু বিতরণ করা হয়। মধু বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও কর্মজীবী কল্যান সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। এসময় তিনি শিশুদের সঙ্গে আনন্দময় সময় অতিবাহিত করেন।