বিনোদন ডেস্কঃ
চিত্রনায়িকা নিপুণ আক্তার জানিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে বাধা নেই তার।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় নিপুণ বলেন, আমি বৈধ সাধারণ সম্পাদক। আদালতের আদেশে আমি যেখানে আছি, সেখানেই থাকব। এটা অনেকেই বুঝতে পারছেন না। সেটা বিস্তারিত বলার জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। শপথ নেওয়ার পর যেভাবে দায়িত্ব পালন করছি, সেভাবেই পালন করে যাব।
তিনি আরও বলেন, মহামান্য আদালতের আদেশ অনুযায়ী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাধা নেই।এদিকে মামলা থেকে সরে যাওয়ার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে বনানী থানায় একটি জিডিও করেছেন নিপুণ।
সংবাদ সম্মেলনে নিপুণের সঙ্গে উপস্থিত ছিলেন- আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, প্রযোজক খোরশেদ আলম খসরু, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতা মোহাম্মদ হোসেন, অভিনেতা নানা শাহ, ডিএ তায়েব ও অভিনেত্রী জেসমিন, নতুন কমিটির দফতর সম্পাদক আরমান ও কোষাধ্যক্ষ আজাদ খানসহ অনেকে।উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জায়েদ খান। তবে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনের আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে এবং নিপুণকে বিজয়ী ঘোষণা করে।