রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
প্রথম অধিবেশনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করার মধ্যে দিয়ে দিবসটিতে শোক র্যালি শেষে জাতীর পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করার পর বঙ্গবন্ধুসহ সকল শহীদের স্বরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনে দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের মধ্যে চিত্রাংকন, কুইজ ও দেশত্ববোধক সংগীত প্রতিযোগিতা শেষে বঙ্গবন্ধুর স্মৃতিতে আলোচনা সভায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক জুলফিকার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌরভ কুমার বিশ্বাস,পায়াক্ট বাংলাদেশ ডিআইসি ম্যানেজার মজিবুর রহমান খান জুয়েল, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ফিল্ড সুপারভাইজার শেখ রাজীব, মুক্তি মহিলা সমিতি’র প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বাচ্চু মিয়া, গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড সুপারভাইজার মো. সাজ্জাদ হোসেন, মো. শরিফ হোসাইন প্রমুখ।
শোক সভার আলোচনা শেষে শিশুদের নিয়ে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন এবং চিত্রাংকন, কুইজ ও সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শোক দিবসের অনুষ্ঠান শেষ হয়।