রাজবাড়ীর গোয়ালন্দে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব কাজী কেরামত আলী এমপি।
বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আমিরুল হক শামীম, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাদ মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস পারভিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আবুল হোসেন শিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমখ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর দোয়া কামনায় মোনাজাত করেন মাওলানা নাজমুল ইসলাম মোয়াজিম। পরে দুস্থ ও অসহায় ৭ জন মানুষের মাঝে সেলাই মেশিন, ও ৭ জনের মাঝে ১ লাখ ৫০০০ টাকার চেক বিতরণ ও ৬ জনের মাঝে নগদের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।