রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে জেলেদের জালে শনিবার সকালে ১৮ কেজি ওজনের ১টি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া বাজারে অবস্থিত দুলাল চালাকের মাছের আড়ত থেকে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, বেশ কিছুদিন ধরে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির বড় কোন মাছ পাওয়া যাচ্ছিল না। মাছ না পাওয়ায় জেলেদের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীরাও হতাশ ছিলেন।নদীতে পানি বাড়ায় অনেক দিন পর শনিবার সকালের দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় জাফরগঞ্জ এলাকার জেলে মদন হালদার ও তার দল জাল ফেললে ১৮ কেজি ওজনের একটি বাগাড় মাছ শিকার করে।
তার আগে শনিবার ভোরের দিকে মদন হালদার ও তার দল পদ্মা নদীতে মাছ শিকার করতে যায়। দীর্ঘক্ষণ কোন মাছ নাা পাওয়ায় তারা হতাশ হন। পরে যখন তারা বাড়ি ফিরে যাবার মনস্থীর করে শেষবারের মতো মনে করে নদীতে জাল ফেলেন। জাল গুটিয়ে নৌকায় তোলার সময় কয়েকবার বড় ঝাকি দিলে তখনই বুঝতে পারেন বড় কোন মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় একটি বাগাড় মাছ। পরে মাছটি সকাল ১০ টার দিকে বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া মাছ বাজারের আড়তদার দুলাল চালাকের ঘরে।
দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের সত্ত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, সকাল ১০ টার দিকে মাছটি কেনার পর বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রাখা হয়েছে। উৎসুক অনেকে মাছটি দেখতে ফেরি ঘাটে ভিড় করছেন।
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরিফ বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এছাড়াও এখন নদীতে পানি বাড়ার কারনে এসব বড় বড় মাছ নদীতে পাওয়া যাবে।