রাজবাড়ী আর্যভট্ট গণিত পাঠশালার উদ্যোগে শুক্রবার আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃক্লাব মিনি অলিম্পিয়াড ২০২২।
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, গণিত শিক্ষক অদ্বৈত কুমার, রাজধরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলকমল মন্ডল, মাহমুদ সহিদুজ্জামান প্রমুখ। দুই ক্যাটাগরিতে গণিত ও ফিজিক্স অলিম্পিয়াড এবং রুবিকস কিউব এ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মিনি অলিম্পিয়াডের উদ্যোক্তা রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম জানান, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে গণিত ভীতি দূর করে আনন্দের মাধ্যমে গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো শেখা। আশা করি, আগামীতে শিশুদের পরীক্ষা ভীতি দূর করতে সক্ষম হবো।
তিনি আরও জানান, আমাদের একঝাঁক উদীয়মান কর্মীবাহিনী আছে যাদের অক্লান্ত পরিশ্রমে এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এবছই ডিসেম্বরের দিকে আর একটা মিনি অলিম্পিয়াড ও একটি পূর্ণ অলিস্পিয়াড অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।