শুক্রবার সকালে রাজবাড়ীর কালুখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করে। জন্মদিন উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিকে পুস্পমাল্য প্রদান করেন। এসময় কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুননাহার , মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, কালুখালী থানার ওসি(তদন্ত) আব্দুল গনি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন চৌধুরী রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আকামত আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়েরের নেতৃত্বে আওয়ামীলীগ শেখ কামালের প্রতিকৃতিকে পুস্পমাল্য প্রদান করেন।
পুস্পমাল্য প্রদানের পর উপজেলাপ্রশাসন শেখ কামালের জন্মদিন উপলক্ষে উপজেলা চত্ত্বরে গাছের চারা রোপণ করেন।
দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। সভায় কালুখালী থানার অফিসারইনচার্জ নাজমুলহাসান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার প্রমুখ।