ভ্রাম্যমাণ আদালতের একটি দল রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার ও অন্তারমোড় এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাজবাড়ীর দাদশী বাজারে ও অন্তার মোড় বাজারে সরকারি আইন ও বিধি বিধান মেনে চলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয়। অভিযানকালে মাওয়া টেলিকম ও মুদিখানা স্টোর মালিক নিউটন মাহমুদকে কে মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও এর ব্যবহারের সরঞ্জামাদি আইন ২০১৩ এর ১০ধারা লংঘনে ১২(১) ধারায় দুই হাজার টাকা, অনামিকা মিষ্টান্ন ভান্ডার মালিক মোহাম্মদ মাইনুদ্দিনকে এক হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ সংশোধিত ২০১৩ এর ৫(১ছ) ধারা লংঘনে ৫(৪) ধারায় লাল মিয়া টি স্টল মালিক মোহাম্মদ লাল মিয়া সরদারকে এক হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন প্রসিকিউটর সূর্য্য কুমার প্রামানিক জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সিভিল সার্জন অফিস, রাজবাড়ী।