বালিয়কান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন অনুষ্ঠানে দু’গ্রুপের সংঘর্ষে সভা পন্ড হয়ে গেছে। সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে বড় হিজলী মাদ্রাসায়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার বাশারুল আলম (৫৫) জানান, নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আমন্ত্রণে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমানসহ অনুষ্ঠানে উপস্থিত হই। সভা যথাসময়ে কোরান তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হলে ১৫/২০ জন লাঠি সোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমি সহ ৩জন আহত হই। এ ব্যাপারে রাতে হাসপাতালে চিকিৎসা নিয়ে আলীনূরকে প্রধান করে ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি।
অপর দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন জানান, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. বাদশা আলমগীরকে সভায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় গ্রমবাসী প্রতিবাদ করায় তাদেও উপর চড়াও হলে সংঘর্ষের সৃষ্টি হয়।। এতে তার ছেলে রায়হান সহ ৩ জন আহত হয়। এব্যাপারে সোবানকে প্রধান করে ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।