প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী রিক্রুটিং এজেন্ট লাইসেন্স, আচরণ শ্রেণী বিভাগ ও বিধিমালা বিষয়ক সচেতনতামূলক সভা জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রবাসী বল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুস সালাম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলিপ কুমার কর, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী প্রেস ক্লাব এর সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপসচিব মোঃ আব্দুস সালাম অভিবাসী রিক্রুটিং এজেন্ট ও বিধিমালা সম্পর্কে আইন এর বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বৈদশিক কর্মসংস্থানে নিয়োজিত সকল রিক্রুটিং এজেন্সিদের দায়িত্ব সম্পর্কে সকল নাগরিকদের সচেতন হওয়া যেমন প্রয়োজন, পাশাপাশি বিদেশগামী সকলকে সচেতন হয়ে প্রবাসে পাড়ি দিতে হবে। আমরা যারা সমাজের দায়িত্ববান ব্যক্তি রয়েছি সকলকেই সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, প্রবাসে কর্মসংস্থান সৃষ্টিতে এবং সুষ্ট ব্যবস্থাপনামূলক পদক্ষেপ গ্রহণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্র জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তায়নে বহুবিধ ভুমিকা রাখছে। এই খাত থেকে প্রাপ্ত রেমিটেন্স সরকারের জিডিপিতে অনেকাংশে সহায়তা করছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহমেদ বিদেশগামী সকলের প্রয়োজনীয় পেপারস পত্রের নিরীক্ষণ প্রক্রিয়া যথাযথ পদ্ধতিতে অনুসরণের উপর গুরুত্বারোপ করেন।