রাজবাড়ী ডিবি পুলিশের একটি দল রোববার বিকেলে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল ও চার কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, রোববার জেলা গোয়েন্দা শাখা রাজবাড়ীর টিম রাজবাড়ীর পাংশা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে শিয়ালডাঙ্গা মহাসড়কের উপর থেকে ২৫ বোতল ফেন্সিডিলমহ আরজু আলী(৩০) নামে একজনকে গ্রেফতার করে। সে কুষ্টিয়া জেলার আরোয়াপাড়া পাড়া গ্রামের মোকলেস আলীর ছেলে।
অপর অভিযানে চার কেজি গাঁজাসহ তুষার সর্দার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার ভাগজোত তালতলা গ্রামের হাফিজুর সর্দারের ছেলে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।