রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো গোপালগঞ্জ জেলা, ফরিদপুর জেলা, মাগুরা জেলা ও সিরাজগঞ্জ জেলা।
শনিবার বিকেল সাড়ে ৩ টায় টুর্নামেন্টের ৪র্থ খেলায় টাইব্রেকারে সিরাজগঞ্জ জেলা ১-০ গোলে যশোর জেলা দলকে পরাজিত করে ৪র্থ দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। এদিন নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র থাকায় খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। এ টুর্নামেন্টটি ৮ জেলার অংশগ্রহণে এমাসের ৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলা আগামী ১৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার গোপালগঞ্জ জেলা দল বনাম মাগুরা জেলা দল এবং ২য় সেমিফাইনাল খেলা ২০ সেপ্টেম্বর রোজ শনিবার ফরিদপুর জেলা দল বনাম সিরাজগঞ্জ জেলা দল বিকেল সাড়ে ৩ টায় একে অপরের মোকাবেলা করবে।