রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় গোয়ালন্দ ঘাট থানার নবাগত ওসি ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, মাদক নির্মূল, চোরাচালান রোধ ও এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোয়ালন্দ থানাকে জনগণের কাছে আরও সেবামুখী করতে কাজ করে যাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসি কে শুভেচ্ছা জানিয়ে বলেন, “গোয়ালন্দ উপজেলার মানুষ শান্তি প্রিয়। এখানে আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কাজে পুলিশ-প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে বলে আমি আশাবাদী”। সৌজন্য সাক্ষাৎ শেষে গোয়ালন্দের আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
শুক্রবার রাজবাড়ী জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখায় পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদলি করেন।