রাজবাড়ীর কালুখালীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর ৩টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক এবং কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী সরকার পরিবহনের একটি লোকাল বাস মোহনপুর এলাকা অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের চালক মো. আসলাম এবং হেলপার শ্রাবণ হোসেন গুরুতর আহত হন। এছাড়া বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন। ট্রাকের চালক ও হেলপারকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।