রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর হাবিল মন্ডল পাড়া এলাকায় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া এলাকায় ইটের সোলিংকৃত রাস্তার দুইপাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি মোল্লা, গোয়ালন্দ উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জিলাল প্রামানিক, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদুল ইসলাম, পৌর কৃষক দলের নেতা আলী আকবর সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কার্যক্রম সম্পর্কে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি মোল্লা সামাজিক বনায়নে বিশেষ ভূমিকা রাখার জন্য ওসিকে ধন্যবাদ জানান।
ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ছোট বেলা থেকেই বৃক্ষের প্রতি আমার অগাধ ভালোবাসা রয়েছে। এজন্য চাকরির সুবাদে যেখানেই যাই সেখানেই বৃক্ষরোপণ করার চেষ্টা করি। চরাঞ্চলের মানুষ সচরাচর শহরে গিয়ে চিকিৎসা নিতে পারে না। গাছগুলো যত্ন করে বাঁচানো গেলে আশাকরি ঔষধি গাছ দ্বারা মানুষের অনেক উপকার হবে।