রাজবাড়ীর পাংশা থানার পুলিশ শনিবার রাতে ১৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জিল্লুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে।
পাংশা থানা সূত্র জানায়, পাংশা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন পাংশা মডেল থানাধীন কুড়াপাড়া তিন রাস্তার মোড়ে একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে জিল্লুর রহমান (৩৪) পিতা হান্নান মন্ডল নারায়নপুর (নিকেড়ি পাড়া) পাংশা রাজবাড়ীকে গ্রেফতার করা হয়।
তার দেহ তল্লাশীকালে তাহার পরিহিত শাটের বুক পকেট হইতে একটি নীল রঙের সিগারেটের খালি প্যাকেটের মধ্যে সাদা পলিথিনের অংশ বিশেষের মধ্যে রক্ষিত মোট ১৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা হয়েছে।