রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে ২শ পুরিয়া হেরোইন যার ওজন ১০গ্রামসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পৌর ৪ নং ওয়ার্ড জুড়ান মোল্লা পাড়া গ্রামের সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা (৩৪), ৭ নং ওয়ার্ড কাজী পাড়া গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে হায়দার মন্ডল (৪০)।
জানা যায়, শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় মাদক কারবারিদের উত্তর দৌলতদিয়া পুড়াভিটার করিম এর বাড়ির সামনে হতে ২’শ পুরিয়া অর্থাৎ ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের থানায় নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।