জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করার প্রতিবাদে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে এক সমাবেশে জেলা জাসাসের তআহ্বায়ক আশরাফুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা জাসাসের সাবেক সভাপতি এম বাচ্চু রহমান, আব্দুর রউফ হিটু, যুগ্ম আহ্বায়ক আরিফ রেজা, নুরুন্নবী সবুজ, গোয়ালন্দ উপজেলা জাসাস নেতা নুরুল হক মিলন, বালিয়াকান্দি জাসাসের সভাপতি সিরাজ মন্ডল, কালুখালী জাসাস সভাপতি শফিকুল আলম, জেলা জাসাসের সদস্য রাকিব হোসেন সুমন প্রমুখ।
বক্তারা জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, যারা জিয়াউর রহমান সম্পর্কে অশালীন বক্তব্য দিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। রাজনীতি করতে হলে শিষ্টচার মেনে চলতে হবে। নইলে এ জবাব রাজনৈতিকভাবেই দেওয়া হবে।