রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্ট গনঅভ্যুত্থান ২০২৪ শহীদদের স্মৃতি সংরক্ষণে ‘এক শহীদ, এক বৃক্ষ ‘কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়। শনিবার রাজবাড়ীর জেলার অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদ খুশি রেলওয়ে মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যসহ রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ। বৃক্ষরোপণ শেষে শহীদদের স্মরণে মোনাজাত করা হয়। এসময় এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই কর্মসূচি শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার একটি প্রয়াস। তারা পরিবেশবান্ধব সমাজ গঠনের আহ্বান জানান।
এ ধরনের কর্মসূচিকে স্থায়ীভাবে চালু রাখার দাবি জানান অংশগ্রহণকারীরা।