শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ দপ্তর সম্পদ অ্যাড সোলাইমান মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আইয়ুব, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব শাহ মো. আলমগীর প্রমুখ। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশের আপামর জনগণের আন্দোলনে ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই আন্দোলনের ফসল কারও একার নয়। মুক্তিযুদ্ধকে যেমন আওয়ামী সরকার তার বাপের সম্পদে পরিণত করেছিল। ঠিক তেমনই কিছু একটি মহল জুলাই আন্দোলকে তাদের নিজস্ব সম্পদ বানানোর চেষ্টা করছে। ছাত্ররা আজ চেয়ার নিয়ে টানাটানি করছে। কিছু ইসলামি দল জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। এরা আসলে ইসলামকে ধারণ করে না। ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। আমরা সকলকে আহবান করবো একটি সুস্থ ধারার রাজনীতি চর্চা করার জন্য। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ স্মৃতি ফলক চত্বরে এসে শেষ হয়।