রাজবাড়ীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিশেষ ক্ষমতা আইনে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবু হাসান, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল ইসলাম মন্ডল (২৭) এবং পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আমিরুল ইসলাম।
রাজবাড়ী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান বলেন, গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহীন ফকিরের দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পাংশা মডেল থানার অপর একটি মামলায় কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আবু হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র মো. শরিফুল ইসলামের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।