বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী স্থানীয় সরকার উপপরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান প্রমুখ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।