রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে একশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মায়া আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। গত সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশ এ অভিযান চালায়। গ্রেফতার মায়া গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের মৃত মুক্তার হোসেনের মেয়ে।
রাজবাড়ী জেলা ডিবি ওসি অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনাং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।