রাজবাড়ীর পাংশায় অগ্নিকান্ডে খাবার রেস্তোঁরা ও ফার্নিচারের দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে শহরের বারেক মোড় এলাকায় এঘটনা ঘটে । স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সে সময় ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে খাবার হোটেল আয়াশ এর কিচেন ও ফাতেমা ফার্নিচারের দোকানে এক অংশ পুড়ে যায়।
পাংশা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. বাকী বিল্লাহ জানান, খবর পেয়ে পাংশা ও কালুখালী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে বলা যাবে বলে জানান তিনি।