‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা নিয়ে ভিন্ন আয়োজনে ওয়াকাথন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরষ্কার বিতরণ ও মুক্ত আড্ডার আয়োজন করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে ওয়াকাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওয়াকাথন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। মুক্ত আড্ডার সূচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কেএ মুহিত হীরা, ছাত্র সমন্বয়ক ও প্রতিনিধিবৃন্দ এবং উপকারভোগীরা। অনুষ্ঠানে প্রাণবন্ত আলোচনা ও ওয়াকাথন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।