রাজবাড়ীর পাংশা রেলগেটে শনিবার জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, কম্বল বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলী আসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. নাসির খান। বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পাংশা উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রাকিব, সাধারণ সম্পাদক রিপন খান, সিনিয়র সহ-সভাপতি আকবর খান, মশিউর রহমান মাসুম, আব্দুল আজিজ বাচ্চু, নাজমুল হক সাবু।