রাজবাড়ীর গোয়ালন্দে টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সা’দপন্থীদের জেলা মারকাজসহ জেলার সকল মসজিদে অবাঞ্ছিত ঘোষণা ও খুনি সন্ত্রাসী সা’দ বাহিনীর সকল কার্যক্রম রাজবাড়ী জেলায় নিষিদ্ধ করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে রাজবাড়ী জেলা তাবলীগ, উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে জেলা প্রশাসক বরাবর গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামানের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে তারা গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জের কাছেও স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি ও তাবলীগ, উলামা মাশায়েখ তৌহিদী জনতা নেতৃবৃন্দের মাধ্যমে জানা যায়, তাবলীগ জামাতের সুন্দর সুশৃঙ্খল কাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সা’দপন্থী এতাতী জামাত দীর্ঘদিন বাংলাদেশে তাবলীগ জামায়াতের কাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরই মধ্যে ২০১৮ সালে ডিসেম্বর মাসের ১ তারিখে ইজতেমার ময়দানে হামলা করে তাবলীগ জামায়াতের আলেম, ওলামা ও নিরীহ ছাত্রদের মারাত্মক আহতসহ একজনকে খুন করে। গত ১৮ ডিসেম্বর মধ্যরাত ৩ টা ৩০ মিনিটে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসা ছাত্রদের উপর নির্মম ও বর্বরোচিত ভাবে সা’দপন্থীরা হামলা করেছে। এতে আমাদের চারজন সাথী নিহত ও প্রায় ৫’শ জন আহত হয়েছেন। হামলায় জড়িত সা’দপন্থী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, তাবলিকের সাথী ভাই, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মুসুল্লীরা।
উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন থেকে স্মারকলিপি টি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় কাজ করবো।