শুক্রবার রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে লোকোসেড বধ্যভূমিতে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাজবাড়ী জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা ইউনিট কমান্ড, সিভিল সার্জনের কার্যালয়সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন, জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক মল্লিকা দে, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম প্রমুখ।