“অধিকার নিশ্চিত হলে এইচআইভি এইডস যাবে চলে”- প্রতিপাদ্যে ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড়ে ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালিটি সশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম (পলিন)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, আবাসিক মেডিকেল অফিসার ডা. আল আমিন সরোয়ার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ, গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি এসময় বিশ্ব এইডস দিবস উপলক্ষে দুদিন ব্যাপী বিনামূল্যে এইচআইভি এইডস পরীক্ষা কর্মসূচির দুটি বুথ উদ্বোধন করেন। এসময় এইডস সচেতনতায় ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পথচারী, অটো ও রিক্সা চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।