জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, ৩শ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো সামর্থ্য জাকের পার্টির সব সময় আছে। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য অংশগ্রহনমূলক উৎসবমূখর নির্বাচন অনুষ্ঠানে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সোমবার দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে রাজবাড়ী জেলা জাকের পার্টির দিন ব্যাপি সাংগঠনিক সভায় এ কথা বলেন তিনি।
জাকের পার্টির মহাসচিব বলেন, নির্বাচনের কিছু কিছু উপাদানের ব্যাপারে কমিশনকে কড়াকড়ি আরোপ করতে হবে। নির্বাচনের আগে কমিশন প্রার্থীদের একটি ব্যয়ের সীমারেখা নির্ধারন করে দিলেও এই আইন কখনো পালন করা হয়না। তাই যেসব আইন রাজনৈতিক দল ও জনগন মেনে চলেনা তার একটি প্রতিকার প্রয়োজন। বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে জাকের পার্টির নির্বাচনী প্রস্তুতি সব সময় থাকে। পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি অবশ্যই সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই, যে দলগুলো জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে, দেশ ও জাতির কথা বলে তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। সকল দলের সঙ্গে কুটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই। সামনের পরিস্থিতি বলে দেবে আমরা জোটবদ্ধ হব না এককভাবে যাত্রা অব্যাহত রাখব।
রাজবাড়ী জেলা জাকের পার্টির সাংগঠনিক পশ্চিমাঞ্চলের সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সম্পাদক মো. জিয়াউর রহমান, কেন্দ্রিয় নেতা মুফতি কাওছার আহম্মেদ চৌধুরী, কৃষক ফ্রন্টের সম্পাদক মহিউদ্দিন ফকির,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়েদ মোল্লা, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবির প্রমূখ।