ফৌজদারী বিচার ব্যবস্থায় ফরেনসিক ও বৈজ্ঞানিক সাক্ষ্য’র ব্যবহার বিষয়ক দিনব্যাপী কর্মশালা শনিবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. এটিএম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন।
দিনব্যাপী এ কর্মশালায় বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসকসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।