হাসপাতালে দুর্নীতি অনিয়ম দূর করাসহ ১৮ দফা দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীরা।
সকালে রাজবাড়ী সদর হাসপাতাল চত্ত্বরে মানববন্ধনে অংশ নিয়ে তারা এসব দাবির কথা তুলে ধরে। পরে রাজবাড়ী সদর হাসপতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেয়।
তাদের ১৮ দফা দাবির মধ্যে রয়েছে নন ডিপ্লোমাধারী নার্সদের কোনো বেসরকারি হাসপাতালে নিয়োগ না দেওয়া, বৈষম্য দূর করা, শিক্ষার্থী দিয়ে ওয়ার্ড ম্যানেজ না করানো, রাত্রিকালীন ডিউটিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালে দালাল নির্মূল করা, হাসপাতালের নার্সিং শিক্ষার্থীদের হয়রানী বন্ধ করা, শিক্ষার্থীদের উপর অযৌক্তিক দায় না চাপানো ইত্যাদি।
আন্দোলনকারী নার্সিং শিক্ষার্থী সুমন হোসেন, নুরজাহান আক্তার, সানজিলা জানান, তারা দীর্ঘদিন যাবৎ হয়রানী ও অন্যায়ের শিকার হচ্ছেন। কিন্তু কেউ তাদের কথা শুনছে না। এজন্য বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএমএ হান্নান বলেন, নার্সিং শিক্ষার্থীরা যে দাবিগুলো দিয়েছে এর মধ্যে কিছু ইতিমধ্যে পূরণ করেছেন। অন্য দাবিগুলো নিয়ে হাসপাতালের কর্র্মকর্র্তা, সিনিয়র নার্র্সদের সাথে বসে সমাধান করা হবে।