গত ২২ আগস্ট তারিখে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নির্দেশনা অনুযায়ি সারা বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবন ব্যতীত সকল জেলার রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যানগণ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে নির্দেশনা জারি করেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশ রেডক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেওয়ায় ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সদস্যবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। সভায় উপস্থিত ছিলেন মলীনা আক্তার, সদস্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিট, মঞ্জুরুল আলম, নজরুল ইসলাম, সদস্য বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিট। মলিনা আক্তার বলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের অনেক সুনাম রয়েছে। গত কভিড ১৯ বাংলাদেশ রেডক্রিসেন্ট ইউনিটের সকল সদস্যবৃন্দ নিজের জীবনের মায়া ত্যাগ করে রোগীদের সেবা করেছেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার মহোদয়ের নেতৃত্বে। সেই সময় তিনিই চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আজ আমরা আবার তাকে পেয়েছি, আশা করি বাংলাদেশ রেডক্রিসেন্ট রাজবাড়ী ইউনিট আবার প্রান ফিরে পাবে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের হাত ধরে। তিনি একজন সফল চেয়ারম্যান, সমাজসেবী, মানবতাবাদী আদর্শ মানুষ। আমরা তার সফলতা কামনা করি। সকলের বক্তব্য শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার সর্বপ্রথমে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান, তাকে এই গুরুদায়িত্ব দেওয়ার জন্য। তিনি বলেন, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করবো, আপনারা আমার পাশে থাকবেন। আমার দায়িত্ব থাকাকালিন কোন মানুষ যেন বলতে না পারে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী ইউনিটে গিয়েছিলাম কোন সেবা পাইনি। বাংলাদেশ রেডক্রিসেন্ট সকল মানুয়ের জন্য ।