২০২৪ সালের এইচএসসির স্থগিত পরীক্ষাসমূহ বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে ফলাফল ঘোষণার দাবিতে রাজবাড়ীতে গত রোববার মানববন্ধন করেছেন রাজবাড়ীর এইচএসসি পরীক্ষার্থীরা। পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ ছিল এইচএসসি-২৪ ব্যাচের পরীক্ষার্থীরা। এই ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ হতে বঞ্চিত হয়। অনেক সহপাঠী এই আন্দোলনে অংশ নিয়ে বর্তমানে আহত হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছেন। দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পরীক্ষায় বসতে চাই না। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষা অংশগ্রহণ করবো না। এক্ষেত্রে এইচএসসি ও সমমানের সকল স্থগিত পরীক্ষা বাতিলের জন্য সরকারের জোর দাবি জানাই।
মানববন্ধনে রাজবাড়ীর বিভিন্ন সরকারি কলেজের পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।