পৌর পাকিং ফির নামে প্রতিদিন ৩৫ থেকে ৪০ টাকা চাঁদা আদায় বন্ধের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে অটোরিকশা চালকরা। সোমবার রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকায় অটেরারিকশা বন্ধ করে বিক্ষোভ করে অটো চালকরা। একই সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুর থেকে শহরের দিকে একই দাবিতে বিক্ষোভ হয়। পরে তারা তাদের দাবি দাওয়া নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে যান। অটেলারিকশা চালক ছাদেকুর রহমান, ইউনুস আলী, সুমন সরদারসহ একাধিক চালক বলেন, সরকার পতনের পর পৌর পার্কিং ফি আদায়ের নামে তাদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে আজ আবারও চাঁদা আদায় করলে তারা অটো রিকশা বন্ধ করে চাঁদা আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন। তারা রিকশার মত তাদের পৌরসভা থেকে প্লেট নম্বর ও নির্দিষ্ট পার্কিং স্থান দেওয়ার দাবি করেন।