নাট্যাচার্য সেলিম আল দিন এর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে গহন থিয়েটারের উদ্যোগে শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। একই সাথে বাংলাদেশের সম্প্রতি কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকেও স্মরণ করা হয়।
সকালে শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত জেলা শহীদমিনার পরিষ্কার করেন গহন থিয়েটারের সদস্যরা। পরে এক আলোচনা সভায় গহন থিয়েটারের সভাপতি অনুপ কুমার ঘোষের সভাপতিত্বে বক্তৃতা করেন ফরিদপুর বাংলা থিয়েটারের সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী আনিসুর রহমান, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, মুক্ত আনন্দের প্রতিষ্ঠাতা অজয় দাস তালুকদার, আমরা ক’জনা থিয়েটারের সহ-সভাপতি সঞ্জয় ভৌমিক।
উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সিনান আহমেদ শুভ, শোভন, ছোয়াদ, স্বাধীন, রাফি, মাফিয়া, মারজিয়া, তাইবা, মিহি, মিম, সাবিহা, আনিকা, আনজিলা। কোটা আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাজবাড়ীর বিভিন্ন স্থানে ২০০টি গাছ রোপন করা হয়।