ঘুষ, দুর্নীতি বন্ধ, নিত্যপণ্যের ন্যায্য দাম, সহিংসতা চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন বিষয়ে রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে শনিবার জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
এছাড়া লিফলেটে সংখ্যালঘু সম্প্রদায় এবং ধর্মীয় প্রতিষ্ঠানে পাহারা দেওয়া ও তাদের নিরাপত্তায় সকলের সহযোগিতা করা, ট্রাফিক আইন মেনে চলা, রাষ্ট্রীয় সম্পদসহ ব্যক্তি মালিকানা সম্পদ ভাংচুর লুটপাট থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী খুরশিদা আক্তার জানান, মানুষকে সচেতন করার জন্য তারা মাঠে নেমেছেন। তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। সকলে সচেতন হলে সমাজের সকল অনিয়ম অসঙ্গতি এবং অনাচার দূর করা সম্ভব।
এদিকে পুলিশে কর্মবিরতি অব্যাহত থাকায় শনিবারও শহরে শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। এদিন বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্টের যুব ইউনিট সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণ করে। যানবাহন চালকরাও তাদের সহযোগিতা করেছে। দায়িত্বরত শিক্ষার্থীরা হেলমেটবিহীন মোটরসাইকেল দেখলেই তাদের থামিয়ে হেলমেট ব্যবহারের কথা বলছেন।
শুক্রবার রাতেও জেলার বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীরা পাহারা দিয়েছে।