“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের ২য় দিন সকল অংশীজনের সমন্বয়ে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মৎসচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় গোয়ালন্দ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, মৎস্যজীবী ও মৎস্যচাষীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
সভায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন প্রমুখসহ উপজেলা মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় পুরস্কারপ্রাপ্ত মৎস্যজীবী ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মৎস্য চাষ, পোনা মাছ উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।