‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা অফিসার্স ক্লাবে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটি, রাজবাড়ীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান কে এম শফিকুল মোরশেদ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল।
বক্তারা বলেন, আমাদের দেশের একটি মানুষের প্রতিদিন যে পরিমাণ আমিষের দরকার হয়। তার বেশির ভাগই আসে মাছ থেদ্কেবোধন। অন্য খাবারের তুলনায় মাছের দাম একটু নাগালের মধ্যে থাকায় বেশির ভাগ মানুষই মাছ খেয়ে থাকি। কিন্তু এখন আমাদের দেশীয় মাছের জাত প্রায় বিলুপ্তির পথে। আমরা যারা মৎস্য খামারী ও শিকারি আছি, এসব মাছ রক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। চায়না দুয়ারী ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে হবে। আমাদেরকে সরকারি আইন মানতে হবে। আমরা যদি একটু সচেতন হই তাহলে মাছে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পারবো।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদান রাখার জন্য জেলার তিনজনকে পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এতে সদর উপজেলার উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা জি এম এ মান্নান, শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে সদর উপজেলার বারলাহুরিয়ার রমজান আলী ও বালিয়াকান্দি উপজেলার বহরপুরের আব্দুল্লাহ আল মামুন কে পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালী বের শহর প্রদিক্ষণ করে। এছাড়া মাছের পোনা অবমুক্ত করা হয়।