র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে রোববার রাতে দুইশ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো কুষ্টিয়া সদর উপজেলার চর আমলাপাড়ার খোরশেদ শেখের ছেলে খোকন শেখ ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সরকারপাড়া গ্রামের মৃত ইসমাইল শিকদারের ছেলে রাজু আহমেদ শিকদার।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাতে গোয়ালন্দ মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দুইশ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে েেফনসিডিল সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। গ্রেপ্তার খোকন শেখের বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ ও কুষ্টিয়া সদর থানায় দুটি মাদক মামলা রয়েছে।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার কেএম শাইখ আকতার জানান, ফেনসিডিলসহ গ্রেপ্তার দুজনকে সোমবার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।