আমি বোবা বধির
আনজানা ডালিয়া
আমি বোবা বধির,
কানে শুনিনা,
চোখে দেখিনা,
কার কাঁধে কে কাঁঠাল ভেঙে খেয়েছে দেখিনি।
তুমি যে দেখেছো সব তাও আমি দেখিনি,
আমার কথা বলার অধিকার নেই
ঠাস করে কিসের আওয়াজে কান নষ্ট হয়েছে
কত মায়ের বুকে রক্তক্ষরন হচ্ছে তাও গুনিনি
আমি শুধু জানি আলুর দাম বেড়েছে
পেয়াজ কিনতে হবে পোয়া মেপে।
আর মাছ, মাংস তো স্বপ্নের ছায়া
কার জন্য, কিসের জন্য তুলে রাখবো সন্মান মায়া।
আনজানা ডালিয়া
মিরসরাই, চট্টগ্রাম